৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • চৌদ্দগ্রামে পিতা ও গ্রামের নাম ভুলের কারণে ৪৬ বছরেও ভাতা পাননি মুক্তিযোদ্ধা আবুল খায়ের!




চৌদ্দগ্রামে পিতা ও গ্রামের নাম ভুলের কারণে ৪৬ বছরেও ভাতা পাননি মুক্তিযোদ্ধা আবুল খায়ের!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০১৮, ১৬:৫২ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ-  পিতা ও গ্রামের নাম ভুলের কারণে ৪৬ বছরেও সরকারি ভাতা পাননি মুক্তিযোদ্ধা আবুল খায়ের। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম ছেরাগ আলীর পুত্র। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কল্যাণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ মনজুর আলমের স্বাক্ষরিত পত্রে জানা গেছে, আবুল খায়ের, পিতা খের আলী, গ্রাম বাশকারা, ডাকঘর বাটাশিয়া, থানা চৌদ্দগ্রাম ও জেলা কুমিল্লার নাম ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকায় ৪নং খন্ডে ৩০৬৩৩ ক্রমিকে রয়েছে। এর স্মারক নং- ৪৮.০১.০০০০.৪০৬.১৮.০২০.১৭/৮৬১৩, তারিখ: ৩১.১২.২০১৭ইং। অপরদিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধাদের প্রামান্য তালিকার ১২৬নং খন্ডে ৩০৬৩৩ ক্রমিকে আবুল খায়েরের নাম অন্তর্ভুক্ত আছে। এর স্মারক নং-মু- জা/২৮-১৭/৩৪০৯, তারিখ :০৮.০১.২০১৮ইং। এ পত্রে আবুল খায়েরের পিতার নাম মরহুম খের আলী, গ্রাম বাঁশপাড়া, ডাকঘর বাতাশিয়া, থানা চৌদ্দগ্রাম ও জেলা কুমিল্লা লেখা হয়। প্রকৃতপক্ষে খের আলী নাকে কোন ব্যক্তি, বাশকারা, বাঁশপাড়া নামের কোন গ্রাম, বাটাশিয়া, বাতাশিয়া নামের কোন ডাকঘর চৌদ্দগ্রাম থানায় নেই। মুক্তিযোদ্ধা আবুল খায়ের জানান, ভারতের শিকরা আমিসহ আরও কয়েকজনের পিতা, গ্রাম ও ডাকঘরের নাম ভুল লিখেছে। তাছাড়া আমার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটি চুরি হয়ে গেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে উপযুক্ত সমাধান দাবি করেন। এ ব্যাপারে গতকাল বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কল্যাণ বিভাগের উপ- মহাব্যবস্থাপক মোঃ মনজুর আলম জানান, আমি সংরক্ষিত ডকুমেন্ট থেকে তথ্য দিয়েছি। তবে আবুল খায়েরের পিতা, গ্রাম ও ডাকঘরের নাম ভুল হলে তিনি মন্ত্রণালয়ে তথ্যগুলো সংশোধনের আবেদন করতে পারেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET