চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের বুধড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রমের উদ্বোধন, টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল ওয়াদুদ দুলাল। বিশেষ অতিথি ছিলেন বিএডিসির প্রাক্তন প্রধান প্রকৌশলী মামুনুর রশীদ, ঢাকা ব্যাংক গুণবতী শাখার ব্যবস্থাপক আলাউদ্দিন ভুঁইয়া, রেলওয়ের সাবেক কমান্ডিং অফিসার আবদুর রব, সামছুল হক মেম্বার, বেলাল হোসেন মেম্বার, শফিকুর রহমান মেম্বার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহজাহান সাজু, মোঃ মিজান, মজিবুর রহমান মজুমদার, জান্নাতুল ফেরদৌস। উপজেলা সহকারি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবুল হোসেন মাহফুজের পরিচালনায় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুন নাহার, নুরুন নবী, রহিমা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।