কুমিল্লার চৌদ্দগ্রামে সিএফসিসি ও ফুলকলি সংগীত একাডেমির উদ্যোগে বসন্তবরণ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। সিএফসিসি ও ফুলকলি সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাষ্টার ইউসুফ মজুমদারের সভাপতিত্বে এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র (সংরক্ষিত) আমেনা আক্তার, মহিলা কাউন্সিলর নাছিমা খানম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শহিদুল হক দেওয়ান, উপজেলা মহিলা ক্লাবের সভাপতি সুবর্ণা ত্রিপুরা, বাংলাদেশ সাংবাদিক সংস্থার চৌদ্দগ্রাম শাখার সভাপতি আবু বকর সুজন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ শাহীন আলম, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আনিছুর রহমান, অনলাইন পোর্টাল আলোর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রব লাভলু প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের অন্তত শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Please follow and like us: