চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার চৌদ্দগ্রামে বস্তাভর্তি ২০ কেজি ভারতীয় গাঁজাসহ ফয়সাল আহম্মদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে সদর দক্ষিণ উপজেলার রবপুর গ্রামের হুমায়ন কবিরের পুত্র। গতকাল শনিবার বিকেলে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামে মসজিদ রোডে অবস্থিত বাস কাউন্টারের সামনে থেকে বস্তাভর্তি ২০ কেজি গাঁজাসহ ফয়সালকে আটক করা হয়।
Please follow and like us: