চৌদ্দগ্রাম প্রতিনিধি- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় আবদুল মান্নান(৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আবদুল মন্নানের বাড়ি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। প্রত্যক্ষ্যদর্শী একই গ্রামের আবদুল কাদের জানান,আবদুল মান্নান ওরপে মান্নান কবিরাজ রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী একটি বাস সজোরে ধাক্কা দেয়।উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।
Please follow and like us: