চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের গত বছরের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলো; জামায়াত কর্মী ঘোলপাশা ইউনিয়নের বাবুচি গ্রামের মৃত বজলুর রহমানের পুত্র সৌরভ হোসেন, বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের শফিকুর রহমানের পুত্র শহিদুর রহমান, জগন্নাথদীঘি ইউনিয়নের কাকৈরখোলা গ্রামের কাজী আবদুল আহাদ সেলিম ও বিএনপি কর্মী উজিরপুর ইউনিয়নের শুয়ারখিল গ্রামের মৃত কাশেম আলীর পুত্র শাহজাহান।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মাহবুবুল ইসলাম জানান, নাশকতার আশঙ্কায় চৌদ্দগ্রাম থানা পুলিশ উপজেলার বিভিন্নস্থানে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সৌরভ, শহিদ, সেলিম ও শাহজাহানকে গ্রেফতার করা হয়।