কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা ভর্তি ৭৬ বোতল বিদেশীসহ মদসহ হৃদয় খলিফা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত হৃদয় নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার নগরসিংহা গ্রামের মমতাজ উদ্দিন খলিফার ছেলে। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারত সীমান্তবর্তী এলাকা থেকে সোমবার ভোরে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাটাপাড়ার দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা সিএনজি অটোরিকশায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সিএনজি অটোরিকশাসহ হৃদয় খলিফাকে আটক করে। এ সময় দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে সিএনজি অটোরিকশা তল্লাশী চালিয়ে ৭৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘আটককৃত হৃদয় খলিফার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।










