কুমিল্লার চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বেনিফিট ফর উম্মাহ্’ এর উদ্যোগে উপহার হিসেবে দ্বিতীয় বারের মতো শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যঞ্চ গ্রামাঞ্চলের গরীব অসহায় পরিবারের হাতে বস্তাভর্তি চাল তুলে দেন স্বেচ্ছাসেবক এম জে হাছান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাবিব, মোঃ মিজান ভূঁইয়া, মোহাম্মদ ইকবাল হোসেন, এইচ এম রাকিব হোসেন।
চাল বিতরণ শেষে এম জে হাছান বলেন, ‘যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গরীবদের তালিকা করে চাল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বামী পরিত্যক্ত নারীদের সেলাই মেশিন ও টিউবওয়েল দেওয়া হবে, ইনশাআল্লাহ। এই কার্যক্রমে চৌদ্দগ্রাম উপজেলার সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করছি’।