চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ভয়াবহ আগুনে দুইটি মোবাইল দোকানের ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন ভুক্তভোগী মোবাইল ফ্যাশনের মালিক মোঃ ইয়াছিন মিয়া ও মোবাইল কেয়ারের মালিক করিমুল্লাহ সৈকত। তারা বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত দশটার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। দুই ঘন্টা পর বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। এতে দুইটি দোকানের ভিতরে থাকা নতুন-পুরাতন মোবাইল সেট ও নগদ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে এনে পাশ্ববর্তী দোকানগুলোকে রক্ষা করা সম্ভব হয়েছে।