কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাদরাসার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মনোনীত হয়েছেন সামছুদ্দিন আহমেদ। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও একই গ্রামের আলহাজ¦ ডাঃ আশরাফ উদ্দিনের ছেলে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা গেছে, সামছুদ্দিন আহমেদ কৃষ্ণপুর দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসায় ১৯৯১ সালের ২১ জানুয়ারি শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠান পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি। পাশাপাশি উপজেলা নতুন শিক্ষা কারিকুলামের বাংলা বিষয়ের একজন ট্রেইনার হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।