
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘মানবকল্যান ফাউন্ডেশন’ এর উদ্যোগে একটি এতিম পরিবারের ঘর নির্মাণে প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় ও সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এতে পিতা-মাতা হারানো পরিবারটি মাথা গোজার ঠাঁই পেলছ। বর্তমানে প্রয়াত মাহবুবুল হকের ঘরটির প্রায় অধিকাংশ কাজ শেষ হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনায় নব-নির্মিত ঘরের টিন পরিবারটির হাতে হস্তান্তর করেন ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক চৌদ্দগ্রামে নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ, আলোকিত চৌদ্দগ্রামের বার্তা সম্পাদক ও মানব কল্যান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন, সামাজিক সংগঠন কোবা’র সেক্রেটারী আনোয়ার হোসেন সবুজ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আমিনুল ইসলাম, মানবকল্যানের অর্থ সম্পাদক হাফেজ মঞ্জুরুল ইসলাম, সমাজ সেবক আব্দুর রশিদ প্রমুখ।