
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে সারাদেশের ন্যায় গতকাল সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা দোয়েল চত্বরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা সন্তান ও পৌর মেয়র মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবতী, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সামছুল হক এমএসসি, মুক্তিযোদ্ধা এটিএম সাজেদুল হক, চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার যুগ্ম আহবায়ক ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদারসহ চৌদ্দগ্রাম উপজেলার প্রত্যেক ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা।