১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • চৌদ্দগ্রামে যুবলীগ নেতার মাছের প্রজেক্টে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন




চৌদ্দগ্রামে যুবলীগ নেতার মাছের প্রজেক্টে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩১ ২০২৪, ২১:২৩ | 635 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা মোঃ কামরুলের মাছের প্রজেক্টে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। শুক্রবার উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন ও জঙ্গলপুর গ্রামের মাঝে ডাকাতিয়া নদী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কামরুল কয়েক বছর ধরে সাড়ে ৮ একর জায়গায় ‘বুদ্দিন মৎস সমবায় সমিতি’র নামে মাছের প্রজেক্ট পরিচালনা করছেন। তিনি বুদ্দিন গ্রামের মরহুম আবদুর রাজ্জাকের ছেলে। স্বপ্ন দেখেছিলেন বেকারত্ব ঘোচানোর। কিন্তু দুর্বৃত্তদের প্রয়োগ করা বিষাক্ত গ্যাস ট্যাবলেটে ভেঙে গেল সেই স্বপ্ন। শুক্রবার জুমআ’র নামাজের পর প্রজেক্টে গিয়ে দেখা যায় আশ-পাশের মানুষ মরা মাছ ধরছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বা শুক্রবার ভোরে দূর্বৃত্তরা প্রজেক্টে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেয়। আস্তে আস্তে সব মাছ মরে ভেসে উঠে।
ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা মোঃ কামরুল বলেন, ‘প্রজেক্টে দেশীয় রুই, কাতলা, মৃগেল, কার্প, গ্রাসকার্পসহ নানা মাছ ছিল। দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাছ নিধন করেছে। এ বিষয়ে আইনের আশ্রয় নেব’।
স্থানীয় ইউপি মেম্বার শরীফ আহমেদ শাহীন বলেন, ‘খবর পেয়ে প্রজেক্টে গিয়ে দেখি-সব মাছ মরে ভেসে উঠেছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাই’।
এ বিষয়ে শুক্রবার রাতে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আলমগীর বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় এসেছেন। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET