কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এনায়েত হোসেন নামে এক মোবাইল ব্যবসায়ী নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত এনায়েত হোসেন ফেনীর দাগুনভুঁইয়া উপজেলার নন্দীরগাঁও গ্রামের অহিদুর রহমানের ছেলে। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় সোমবার ভোরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে দ্রুতগামী আরেকটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া বাসের সামনে বসে থাকা যাত্রী মোবাইল ব্যবসায়ী এনায়েত হোসেনসহ দুই যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করে গুরুতর আহত ব্যবসায়ী এনায়েত হোসেনকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর দুই ঘন্টা পর পাশ^বর্তী নোয়াবাজার এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার আহত হয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘দুর্ঘটনায় নিহত ব্যবসায়ীর লাশ থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।