২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে বিএনপির ২১৫ গ্রাম কমিটি




চৌদ্দগ্রামে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে বিএনপির ২১৫ গ্রাম কমিটি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০২৪, ১৫:৩৩ | 629 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশনায় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ২১৫টি গ্রামে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। বুধবার(৪ ডিসেম্বর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম।

উপজেলা বিএনপি সূত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচার আ’লীগের পতনের পর চৌদ্দগ্রাম উপজেলায় সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে উপজেলা বিএনপি প্রত্যেক গ্রামে বিএনপির কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে চৌদ্দগ্রাম পৌরসভা বাদে উপজেলার উজিরপুর, কালিকাপুর, শ্রীপুর, শুভপুর উত্তর, শুভপুর দক্ষিণ, কাশিনগর উত্তর, কাশিনগর দক্ষিণ, ঘোলপাশা, মুন্সিরহাট, বাতিসা, চিওড়া, কনকাপৈত, জগন্নাথ, গুণবতী ও আলকরা সাংগঠনিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ৩৯৪টি গ্রামের মধ্যে ২১৫টি গ্রাম কমিটি গঠন করেছে। প্রতিটি গ্রাম কমিটি গঠনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্পূর্ত অংশহণ ছিল লক্ষ্যণীয়। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে গ্রাম কমিটি গঠনকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরব ছিল। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি এখন সুসংগঠিত ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। দলীয় ভিত্তি আরও মজবুত করতে ও জনসাধারণের উপকারে প্রতিটি গ্রামে কমিটি গঠন করা হচ্ছে। ইতোমধ্যে আমরা পৌরসভা ছাড়া ২১৫টি গ্রামের কমিটি গঠন করতে সক্ষম হয়ে

ছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET