
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির সদস্যরা জহিরুল ইসলাম সুমন
নামের এক সাংবাদিককে অজ্ঞান করে নগদ টাকা ও মোবাইল সেট লুটে নিয়েছে। গতকাল
শুক্রবার সকালে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জ্ঞান ফিরে। তিনি
স্থানীয় সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার ও আলকরা ইউনিয়নের পশ্চিম
ডেকরা গ্রামের মৃত শেখ আহাম্মদের পুত্র।
জানা গেছে, জহিরুল ইসলাম সুমন বৃহস্পতিবার বিকেলে কুমিল্লায় তার কাজ শেষ করে
যাত্রীবাহী যমুনা বাসে করে ফেনীর মহিপাল ফিরছিলেন। পথিমধ্যে বাসেই অজ্ঞান
পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে মোবাইল সেট ও নগদ আট হাজার টাকা ছিনিয়ে
নিয়েছে। মহিপালে পৌঁছলে বাসের চালক ও হেলপাররা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের
সহায়তায় তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায়
শুক্রবার সকালে তার জ্ঞান ফিরে।