কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার রামরায়গ্রাম তরুণ যুব ও ব্রাদার্স ইউনিয়ন কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফ্রিজ এলইডি ক্রিকেট টূর্ণামেন্টের সেমি-ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সেমি-ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সেমি-ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চৌদ্দগ্রাম ইয়াং ফাইটার্স(১৬৭/৮.ওভার-১২) ও দেবীপুর অগ্নিশিখা ক্লাব(১১৫/৫.ওভার-১০)। দেবীপুর অগ্নিশিখা ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠে চৌদ্দগ্রাম ইয়াং ফাইটার্স। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ ইসরাফিল। বুধবার বিকেল রামরায়গ্রাম খোনার বাড়ী ও গাজী বাড়ি মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ফ্রিজ ও এলইডি ক্রিকেট টূর্ণামেন্টের প্রধান পরিচালক এয়াছিন সবুজের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রিজ ও এলইডি ক্রিকেট টূর্ণামেন্টের পরিচালক রিয়াদ, সবুজ, বাদন, উজ্জ্বল, রিদয়, ইউনুছ, মাসুম, ফারহান, সামির, কাজী নাসিম ও কাজী সিফাতসহ রামরায়গ্রাম তরুণ যুব ও ব্রাদার্স ইউনিয়নের সদস্যবৃন্দ।