কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ মোঃ ইকবাল হোসেন(৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি এলাকায় বৃহস্পতিবার সকালে পুলিশ এ অভিযান পরিচালনা করে। ইকবাল হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ সিদলাই ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে থানার উপ-পরিদর্শক মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাবুচি এলাকার ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের পূর্ব পাশে জনৈক রফিক মিস্ত্রির বাড়ি সংলগ্ন কাঠ গাছ বাগানে অভিযান চালায়। অভিযানকালে বাগানের ভিতর হতে প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত নীল পলিথিনে মোড়ানো খাকি রংয়ের স্কচটেপ প্যাঁচানো ১০ পোটলায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পাচার কাজে জড়িত থাকায় ইকবাল হোসেনকে আটক করে পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃত ইকবাল হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি’।