
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর রেমিটেন্স গ্রুপের উদ্যোগে এক সহায় হত-দরিদ্র বিধবা মহিলা পুষ্পার জরায়ু অপারেশনের জন্য তার মামা নুরুল হক ও মইদর আলীর হাতে নগদ ২০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম ইঞ্জিনিয়ার, নুরুল ইসলাম সাবেক মেম্বার, মাওলানা আব্দুল কাদের হোসাইনী। সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ গ্রামের সমাজ সেবক বৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা হোসাইন মুহাম্মদ (হানিফ) বলেন, কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ এর মাধ্যমেই আমরা গ্রামের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি। সেই সাথে আহ্বান জানাই গ্রামের স্বচ্ছল পরিবারের সবাই এগিয়ে আসলে পুষ্পার মত কেউ জনসম্মুখে হাত পেতে জীবন যাপন করতে হবে না।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের কে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।