কুমিল্লার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঈদগাহ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও হাবের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শাহ আলম। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ খোরশেদ আলম, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একেএম শামসুদ্দিন, জাসদের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম বাদশা, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হক, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, চৌদ্দগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন প্রমুখ।
প্রকৌশলী সাইদুর রহমান শামীমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার, অধ্যাপক এয়াকুব আলী, ফরিদুল আলমসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরআগে কোরআন তেলওয়াত করেন চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিংরাইশ মহিলা মাদরাসার অধ্যক্ষ মুফতি আ.ন.ম মোলেখছুর রহমান নোমান। পৌর এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর কামাল হোসেন বলেন, ‘বর্তমানে সমাজে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন মুরব্বিদের প্রতি শ্রদ্ধাবোধ ছিল। কিন্তু বর্তমানে সামান্য কোন কিছু হলেই কিশোর গ্যাংরা মারামারিতে লিপ্ত হয়। সঠিক নেতৃত্বের অভাবে সমাজের এমন অবস্থা হয়েছে। আমরা এক সময় আজকের অনুষ্ঠানের আয়োজক খোরশেদ আলমের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম। কিশোর গ্যাং থেকে আমরা মুক্তি পেতে চাই। আর মুক্তি পেতে হলে সব গ্রামের মুরব্বিদের এ ব্যাপারে অগ্রণী ভুমিকা পালন করতে হবে’।