কুমিল্লার চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চৌদ্দগ্রাম বাজারস্থ একটি মিলনায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাউল আলম, মেডিকেল অফিসার ডাঃ আল রায়হান পাটোয়ারী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন। চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস কোম্পানির কুমিল্লা জেলা সহকারী সেলস ম্যানেজার মোহাম্মদ আমিরুল ইসলাম। এ সময় চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের উপদেষ্টা মোঃ ইউসুফ হোসাইন সুমন, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মজিবুল হক মজুমদার দুলালসহ চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পল্লী চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।