কুমিল্লার ‘চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান’ সংগঠনের নব-গঠিত কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনকে সংবর্ধনা ও মাদরাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেছে পাঁচরা জনকল্যাণ সংস্থা। সংগঠনের ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি মডেল হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম বাদশা, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন। পাঁচরা জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক কাজী মুকুলের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তানের সাবেক অর্থ পরিচালক ইমাম হোসেন মাসুম, পাঁচরা জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি মোঃ মমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার শাহাদাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ, সদস্য রাজন, শাহাদাৎ, চৌদ্দগ্রাম পৌর মিতালী ক্লাবের সাধারণ সম্পাদক আবু মুসা, দক্ষিণ নোয়াপাড়া ও উত্তর রামচন্দ্রপুর জনকল্যাণ ফাউন্ডেশনে অর্থ সম্পাদক লোকমান হোসেন, জগমোহনপুর প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহেল আহম্মদ, কালিকাপুর বøাড ডোনেশনের পরিচালক বেলায়েত হোসেন তনু, সোলানী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আরমান হোসেন, নোয়াপাড়া প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, নবগ্রাম প্রবাসী সংস্থার দপ্তর সম্পাদক মহি উদ্দিন, হিউম্যানেটি অর্গানাইজেশন অব চৌদ্দগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাকিল, আপন বøাড ডোনেশনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রবিউল হাসান সানী, জাহাঙ্গীর হোসেন সাহেদ ফাউন্ডেশনের সদস্য কাউছার আহমেদ মুন্না, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মোঃ হাসান, চিওড়া ইউনিয়ন বøাড ডোনেশনের পরিচালক মোবারক হোসেন, কাশিনগর বøাড ডোনেশন টিমের পরিচালক মোঃ শাহ পরান ও চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেলফ সোসাইটির পরিচালনা পরিষদের সদস্য মোঃ আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে পাঁচরা জনকল্যাণ সংস্থা সমাজের গরীব ও অসহায় মানুষের বিপদে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে। এছাড়াও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে সংগঠনটি।