
আব্দুর রহিম বাবলু,কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেট শিক্ষকের কাছে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আরাফাত হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। গত ১২ জুন সোমবার রাতে মামলাটি করেন ধর্ষিতার পিতা উপজেলার কনকাপৈত ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত আবদুল গণির পুত্র আবদুল কাদের।
থানায় দায়েরকৃত মামলায় আবদুল কাদের উল্লেখ করেন, তার ছোট মেয়ে পদ্মা আক্তার (ছদ্মনাম) কনকাপৈত মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। নিয়মিত সে একই বিদ্যালয়ের শিক্ষক কনকাপৈত কাজী বাড়ির ঝন্টুর কাছে প্রাইভেট পড়তে যায়। গত ৭ জুন বুধবার সকাল সোয়া ৭টার দিকে সে বাড়ি থেকে চাঁনখার দীঘির পাড় দিয়ে প্রাইভেটে যাচ্ছিল। পথিমধ্যে চাঁনখার দীঘির পাড়ে কবরস্থানের পাশে ওঁৎপেতে থাকা কনকাপৈত গ্রামের সামছুল হক প্রকাশ ছুট্টু মিয়ার পুত্র আরাফাত হোসেন(১৫) জোরপূর্বক পদ্মাকে ধর্ষণ করে। পরে পদ্মা কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে তার মা সালমা বেগমসহ পরিবারের লোকজনকে জানায়। পরে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।