
কুমিল্লার চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির চৌদ্দগ্রামস্থ স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের উদ্যোগে ইফতার, দোয়া ও মতবিনিময় সভা শুক্রবার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক ও পুবালী ব্যাংকের কর্মকর্তা এস এম হাবিব মহসিন সুধন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন, গ্লোবাল ইসলামী ব্যাংকর ব্যবস্থাপক মোঃ আরিফুল ইসলাম মজুমদার, পুবালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আবদুল্লাহ শাহেদ মিয়াজী, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন, ব্যাংক কর্মকর্তা আইনুল কবির, মোঃ হাসান, খালেদা আক্তার, মোঃ ইসরাফিল, লিংকন, মোঃ জিতু, জাফর, আবুল কাশেম, দেলোয়ার হোসেন, আজম হোসেন, বেলাল হোসেন, নাজমুল হোসেন, রবিন, রাসেদ, সাইদুর রহমান, তানভীর হোসেন, জাবেদ চৌধুরী, শাহরিয়ার, ইয়াসির আরিফ, বেলাল মিয়াজীসহ বিভিন্ন ব্যাংকে কর্মরত অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’ নামের সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকিং সেক্টরে কর্মরত চৌদ্দগ্রামের কৃতি সন্তানদের পাশাপাশি গরীব ও অসহায় মানুষের কল্যাণ কাজ অব্যাহত রেখেছে।