সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর এডহক কমিটির প্রথম পরিচিতি ও কার্যকর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টার দিকে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর হলরুমে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভাটি চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাহ্ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব ও প্রধান শিক্ষক (চলতি) তোজাম্মেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, প্রখ্যাত নাট্য অভিনেতা, শিল্পী ও বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল।
সাধারণ সভায় চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাহেনেওয়াজ চৌধুরীর বলেন, নানা প্রতিবন্ধকতার কারণে প্রায় এক যুগ ধরে এই বিদ্যালয়ের অবকাঠামো ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম স্থবির ছিলো। ছিল না কোন পরিচালনা কমিটিও ।সিরাজগঞ্জ-২, সদর ও কামারখন্দ আসনের মাননীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী নির্বাচিত হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে এই বিদ্যালয়ের একটি কমিটি গঠন করেন। যা সময়োপযোগী ও অত্যন্ত সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিসহ এলাকাবাসী। এ জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। এছাড়াও এই বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়নের জোর দাবি জানান।
এসময় এহডক অভিভাবক কমিটির সদস্য বেল্লাল হোসেন শিক্ষক প্রতিনিধি মোঃ আবু বক্কার ছিদ্দিক অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক তারিফুল আলম চৌধুরী সহ বিভিন্ন গুণমান্য ব্যক্তিবর্গ ইউপি সদস্য পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।