
বিএনপি জামায়াতের ষড়যন্ত্র-নৈরাজ্য ও অসাংবিধানিক অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচনের দাবিতে ছাগলনাইয়া উপজেলা জাসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (২ আগস্ট) বিকেলে উপজেলা জাসদ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ছাগলনাইয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন। এসময় উপজেলা জাসদের সহ-সভাপতি মাহমুদা আক্তার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন, অর্থ সম্পাদক আজিমুল হক, নারী বিষয়ক সম্পাদক আছমাউল হুসনা, শুভপুর ইউনিয়ন জাসদের সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মহামায়া ইউনিয়ন জাসদের সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, জাসদ নেতা রিয়াজ উদ্দিন ভূঁইয়াসহ উপজেলা জাসদ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।