বৃহস্পতিবার (৩০ মে) দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ছাগলনাইয়া উপজেলা শাখার আয়োজনে ছাগলনাইয়ায় দূর্নীতি প্রতিরোধ বিষয়ক জাতীয় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মুমিন, সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনে নোয়াখালী প্রতিনিধি পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস। বিচারক মন্ডলীদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন মজুমদার, চাঁদগাজি স্কুল এন্ড কলেজের শিক্ষক ইমাম হোসেন, আবদুল হক চোধুরি ডিগ্রী কলেজের প্রভাষক সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আলীমউল্লা, কামাল হোসেন, নূরের ছাপা প্রমুখ।
Please follow and like us: