১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • ছাগলনাইয়ায় নববধূকে পিটিয়ে আহত করার অভিযোগ || স্বামী ও শাশুড়ীর বিরুদ্ধে মামলা 




ছাগলনাইয়ায় নববধূকে পিটিয়ে আহত করার অভিযোগ || স্বামী ও শাশুড়ীর বিরুদ্ধে মামলা 

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২৩, ২০:৩৯ | 1041 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় মিথ্যা অভিযোগে হিরা আক্তার (১৮) নামক এক নববধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর মেহের আলী পাটোয়ারী বাড়ীর মাঈন উদ্দিন (২৮) ও তার মা বানু বেগমের (৬৫) বিরুদ্ধে। ভিকটিম হিরা আক্তার ফুলগাজী উপজেলার শ্রীচন্দ্রপুর ফরায়েজি বাড়ির মোজাম্মেল হক বাবলুর মেয়ে। এ ঘটনায় হিরার পিতা মোজাম্মেল হক বাবলু বাদি হয়ে গত বুধবার (২০ সেপ্টেম্বর) হিরার স্বামী ও শাশুড়ীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেন।
ভিকটিমের পিতা মোজাম্মেল হক বাবুল জানান, ২০২৩ সালের জুলাই মাসের ৭ তারিখে মেয়ে রিয়া আক্তারকে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত জুলফিকারের ছেলের নিকট বিবাহ দেয়া হয়। বিয়ের পর থেকে মাইন উদ্দিন সন্দেহবশতঃ নিজের স্ত্রীকে অন্য ছেলের সাথে সম্পর্ক রয়েছে এমন অভিযোগ করতে থাকে। মাইন উদ্দিন তার মা বানু বেগম হিরাকে অকাট্য ভাষায় গালমন্দ ও বেদম প্রহার করে। গত ২০ সেপ্টেম্বর মাঈন উদ্দিন তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করলে স্ত্রী হিরা আক্তার বাড়ীর ছাদে উঠে কৌশলে অন্য প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। প্রতিবেশীর সহযোগিতায় থেকে সে ফুলগাজী থানার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর ফরায়েজি বাড়িতে পিতা মোজাম্মেল হককে মুঠোফোনে বিষয়টি জানায়। পরবর্তীতে হিরার পিতা মোজাম্মেল হক আহত আবস্থায় মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হিরা ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত মাঈন উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় জানান, লিখিত অভিযোগে প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET