
ছাগলনাইয়া পৌরসভার মটুয়া ওয়ার্ডে অবস্থিত
ডাঃ আবু সৈয়দ মজুমদার স্মৃতি পাঠাগারের উন্নয়ন কাজ ও সামাজিক বিভিন্ন কাজে ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান দিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আমেরিকা প্রবাসী মোঃ নেছার উদ্দিন মজুমদার ছোটন। শুক্রবার সন্ধায় ডাঃ আবু সৈয়দ মজুমদার স্মৃতি পাঠাগারের মাসিক সভায় এ অনুদানের টাকা হস্তান্তর করা হয়। খালেদ সাইফুল্লাহ মনছুরের সভাপতিত্বে ও মোঃ দিদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ আবু সৈয়দ মজুমদার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ নেছার উদ্দিন ছোটন। এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ডাঃ আবু সৈয়দ মজুমদার স্মৃতি পাঠাগারের উপদেষ্টা মোঃ আবু মুসা মজুমদার, ওমর ফারুক, মোঃ জাহেদ, সাইফ মাহমুদ, আসিফ মজুমদার সহ পাঠাগারের সদস্য বৃন্দ।