৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২৩, ১৫:৫৭ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

 

 

 

ছাগলনাইয়ায় মাদক সেবনে বাঁধা দেয়ার জেরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে অর্ধদিবস ধর্মঘট এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাগলনাইয়া পৌরসভার সুবেদারী রাস্তার মাথা এলাকায় ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন। এ ঘটনায় আহত ব্যবসায়ী মোঃ ইয়াছিনের মাতা নারগিছ বেগম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামী মিনহাজ উদ্দিনকে (১৯) আটক করেছে পুলিশ।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানাযায়, মো: ইয়াছিন ও তার পিতা হানিফ মিয়া সুবেদারী রাস্তার মাথা এলাকায় চা দোকান করেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ইয়াছিন তাদের বাসার সামনে বসা ছিলেন। এসময় মিনহাজ ও রিফাত এর নেতৃত্বে এলাকার চিহ্নিত ৪/৫জন যুবক সেখানে গিয়ে মাদক সেবন করছিল। বাসার সামনে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবকরা ক্ষিপ্ত হয়ে ইয়াছিনকে বেদম মারধর করে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার বোন তানজিনা (১৩), মা নারগিছ (৩৫) ও প্রতিবেশী আবুল বশর (৩৭) সন্ত্রাসীদের হামলায় আহত হন।
হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সুবেদারী রাস্তার মাথা ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী হেদায়েত উল্যাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আবদুল মোমিন চৌধুরী, পৌর কাউন্সিলর মোঃ মোজাহারুল ইসলাম মুছা, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঞা তারেক, ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক হাজী শহীদ উল্লাহ, সাংবাদিক মোঃ শেখ কামাল ও সাংবাদিক মোঃ নুরুজ্জামান সুমন প্রমূখ।
বক্তাগণ হামলার সঙ্গে জড়িত সকল আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্থির দাবী জানান।
ছাগলনাইয়া পৌর শহরের বিভিন্ন সড়কের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুবেদারী এলাকার সকল ব্যবসায়ী ও এলাকাবাসী এতে অংশ নেন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত সন্ত্রাসী এই গ্রুপটি একের পর এক ধারাবাহিকভাবে হামলা, ভাংচুর, মারধর ও লাঞ্চিতের ঘটনা ঘটালেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়না।
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রধান আসামীকে রাতেই আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, অপরাধীদের কোন দল নেই। অপরাধীরা যে দলের, যে গোত্রের বা যে বর্ণেরই হোক তাদেরকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা। ব্যবসায়ীসহ সকল মানুষকে শান্তিতে রাখার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET