
গত ৮ মে ছাগলনাইয়া ছাগলনাইয়া পৌরসভার পুর্ব ছাগলনাইয়া গ্রামে সংঘটিত একটি চুরির মামলার আসামি ও চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে চুরির মামলার আসামি উপজেলার পূর্ব মধুগ্রামের শফিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম হৃদয়কে (২০) গ্রেফতারের পাশাপাশি তার নিকট হতে উক্ত চুরির ঘটনায় চোরাই হওয়া ৩ জোড়া স্বর্ণের কানের দুল এবং ১ টি স্বর্ণের আংটি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় জানান, আসামিকে রবিবার আদালতে সোপর্দ করা হইয়াছে।