
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী মোঃ সিয়াম (১৭) মৃত্যুবরণ করেছে। সে ফেনী সদর উপজেলার সাতসতি এলাকার সৌদি প্রাবসী মোঃ গোফরানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার আসরের নামাজের সময় ছাগলনাইয়া পৌরসভার পুর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুই কিশোর মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিয়াম শেষ নিশ্বাস ত্যাগ করে। অপর কিশোর বর্তমানে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসধীন রয়েছে।
Please follow and like us: