১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় যুবকের উপর প্রকাশ্যে হামলাকারী প্রধান আসামি সামছুল হক গ্রেফতার

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২৫, ২০:২০ | 678 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় ইবনে জাহেদ নামক যুবককে প্রকাশ্যে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সামছুল হককে (৪৮) গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। গত ৭ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় সামছুল হক, তার বড় ভাই নুরুল আলম (৫০) ও ভাতিজা মোঃ নোমান (২১) সহ অজ্ঞাত ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে ছাগলনাইয়া ডাকবাংলা রোড়স্থ খাদ্য গুদাম সংলগ্ন রহিম মটরস নামক দোকানের ভেতরে ও বাহিরে ইবনে জাহেদের উপর হামলা চালায়। গুরুতর আহত জাহেদ বর্তমানে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরদিন জাহেদের ছোট ভাই ইবনে ছাহেদ বাদি হয়ে এ বিষয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করে (নং- ১১ তাং- ৮-১০-২০২৫ ইং)। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাফিদুল ইসলাম এ মামলার প্রধান আসামি সামছুল হককে গ্রেফতার করে।  বিষয়টির সত্যতা নিশ্চিত  ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান, এ মামলা অভিযুক্ত অন্যন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি সামছুল হক ও তার বড় ভাই নুরুল আলমের নিকট ইবনে জাহেদ ও তার পরিবার একটি দোকান ঘর বিক্রি করে। দোকান বিক্রির কিছু পাওনা টাকা জাহেদকে দিবে বলে ডেকে এনে সামছুল হক গং জাহেদের উপর অতর্কিত হামলা করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET