ছাগলনাইয়ায় ইবনে জাহেদ নামক যুবককে প্রকাশ্যে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সামছুল হককে (৪৮) গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। গত ৭ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় সামছুল হক, তার বড় ভাই নুরুল আলম (৫০) ও ভাতিজা মোঃ নোমান (২১) সহ অজ্ঞাত ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে ছাগলনাইয়া ডাকবাংলা রোড়স্থ খাদ্য গুদাম সংলগ্ন রহিম মটরস নামক দোকানের ভেতরে ও বাহিরে ইবনে জাহেদের উপর হামলা চালায়। গুরুতর আহত জাহেদ বর্তমানে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরদিন জাহেদের ছোট ভাই ইবনে ছাহেদ বাদি হয়ে এ বিষয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করে (নং- ১১ তাং- ৮-১০-২০২৫ ইং)। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাফিদুল ইসলাম এ মামলার প্রধান আসামি সামছুল হককে গ্রেফতার করে। বিষয়টির সত্যতা নিশ্চিত ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান, এ মামলা অভিযুক্ত অন্যন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি সামছুল হক ও তার বড় ভাই নুরুল আলমের নিকট ইবনে জাহেদ ও তার পরিবার একটি দোকান ঘর বিক্রি করে। দোকান বিক্রির কিছু পাওনা টাকা জাহেদকে দিবে বলে ডেকে এনে সামছুল হক গং জাহেদের উপর অতর্কিত হামলা করে।










