
ছাগলনাইয়ায় আপন ভাইদের বিরুদ্ধে সম্পত্তি জবরদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বাঁশপাড়া লৌ মজুমদার বাড়ীর আবদুল জলিল প্রকাশ দলু মিয়া। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে দলু মিয়া আপন ভাই মোক্তার, মিজান, মানিকগংদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি ছয় ভাই ও এক বোনের মধ্যে দেশীয় আইন অনুযায়ী বন্টন হওয়ার কথা থাকলেও আমার পাঁচ ভাই আমার সম্পত্তি জবরদখল করে রেখেছে। তিনি বলেন, আমি বাড়ীতে না থাকার সুবাদে পাঁচ ভাই আমি ও আমার বোনের অগোচরে পিতার রেখে যাওয়া স্থাবর অস্থাবর সম্পত্তি মাঠ জরিপ খতিয়ান থেকে আমাদের নাম বাদ দিয়ে খতিয়ান করে। আমার অনুপস্থিতিতে আমার বসতঘর ভেঙ্গে তারা দালান ঘর নির্মাণ করে। পরবর্তীতে আমি বাড়ী এসে পরিবার নিয়ে বসবাস করার জন্য পুর্বের ঘরের পাশে নতুন ঘর নির্মাণ করলে উক্ত ঘর থেকে আমাকে উচ্ছেদ করার জন্য তারা বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করছে। এছাড়াও আমি মৃত গোলাম শরীফের পুত্র নই দাবি করে তারা আদালতে মিথ্যা মামলা দায়ের করে। আবদুল জলিল দলু মিয়া পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।
Please follow and like us: