ছাগলনাইয়া কলেজ রোড়স্থ সুফিয়া মঞ্জিলের চতুর্থ তলায় মোঃ শাহজাহান নামক এক ভাড়াটিয়ার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়। এ ঘটনায় চোর চক্র দশ ভরি স্বর্ণ ও নগদ ছয় লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকার মালামাল নিয়ে নিয়েগেছে বলে অভিযোগ করেন মোঃ শাহজাহান। ভুক্তভোগী মোঃ শাহজাহান জানান, মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধায় ভাড়া বাসার দরজায় তালা লাগিয়ে পরিবরের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ী জগতপুর যাই। বুধবার (২ অক্টোবর) বিকেল ৫ ঘটিকার সময় বাসায় ফিরে দেখি দরজার তালা ভাঙ্গা এবং বাডার ভেতরে আলমিরা ও ওয়ারড্রবের মালামাল সব মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্নালঙ্কার সহ মোট ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান তিনি।