ছাগলনাইয়া প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়ায় কিটনাশক দিয়ে ছাপ্পান্ন ডিং জমির অাধাপাকা ধান জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে জমির মালিক ছাগলনাইয়ার ঘোপাল ইউপিস্থ ৮ নং ওয়ার্ড নিজকুঞ্জরা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জহির উদ্দিন মোঃ বাবর। ধান ক্ষেতে কিটনাশক ব্যবহারের ফসল জ্বালানোর বিষয়ে ভুক্তভোগী জহির উদ্দিন মোঃ বাবর ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়রী করে (জিডি নং- ৭৫/১৯, তাং- ২-১১-২০১৯)। জিডিতে বাবর উল্লেখ করেন, নিজকুঞ্জরা দিয়ারা জেলা জরিপী ২৩০ নং খতিয়ান, এমআরওআর ৩২৩ নং খতিয়ান, দিয়ারা ২৮৮ নং খতিয়ানের সাবেক দাগ, দিয়ারা ১২৪০ দাগের ৫৬ ডিং চাষাবাদক্রমে পূর্ব থেকে ভোগ দখলে আছি। চলতি মৌসুমে উক্ত জমিতে আমি আমন ধান চাষ করি। ২ নভেম্বর বিকেল ৩ ঘটিকার সময় লোক মারফত জানতে পারি কে বা কাহারা আমার রোপিত আধাপাকা ধানে কিটনাশক দিয়ে জ্বালিয়ে ফেলে। জিডেতে বাবর আরো উল্লেখ করেন, উক্ত ভুমি নিয়ে ঘোপাল ইউপির ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত লুৎফুর কবির বাবুলের স্ত্রী রোকেয়া সুলতানা ফেনী দেওয়ানী আদালতে মামলা দায়ের করেন বিধায় আমার ধান জ্বালানোর ঘটনায় উক্ত রোকেয়া সুলতানা ও তার ছেলে মাজহারুল ইসলাম সন্ত্রাসী দলসহ আমার রোপিত ধান বিনষ্ট করেছে। বর্তমানে তারা বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি প্রদান করছে যা আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করেছি।
Please follow and like us: