১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ছাগলনাইয়ার নিখোঁজ মাদ্রাসার ছাত্রের ২৭ দিন পরও খোঁজ মিলেনি




ছাগলনাইয়ার নিখোঁজ মাদ্রাসার ছাত্রের ২৭ দিন পরও খোঁজ মিলেনি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০১৮, ২১:৫১ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ-  ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র হাফেজ মোঃ আব্দুল্লাহ (১৪) নিখোঁজ হওয়ার ২৭ দিন পরও খোঁজ মিলেনি বলে জানিয়েছে তার পরিবার। এব্যাপারে নিখোঁজ হাফেজ মোঃ আব্দুল্লাহর মা আরজুমা বেগম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় ও ফেনীর র‌্যাব-৭ এ সাধারণ ডায়েরী করেছেন বলে জানান মা আরজুমা বেগম।
সূত্র জানায়, ছাগলনাইয়া পৌরসভার হিছাছড়া গ্রামের নুর আহাম্মদ মিস্ত্রী বাড়ির নুর আহাম্মদের পুত্র ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র মোঃ আব্দুল্লাহ গত ১১ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ সন্ধ্যা ৭টার সময় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পরও আব্দুল্লাহকে না পেয়ে তার মা আরজুমা বেগম বাদী হয়ে ২৩ ডিসেম্বর ছাগলনাইয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন (জিডি নং- ৯৭১) এবং ৩০ডিসেম্বর র‌্যাবের ফেনী ক্যাম্প ইনচার্জ বরাবর একটি আবেদন করেন। এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানার নবাগত ওসি এমএম মোর্শেদ বলেন, আমি এ থানায় নতুন এসেছি তবে এ বিষয়টি আমি খতিয়ে দেখবো। ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হোসাইন আহম্মদ ভুইয়াকে আবদুল্লাহ’র নিখোঁজ হাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাদের কেউ জানায়নি।
এদিকে মোঃ আব্দুল্লাহ হারিয়ে যাওয়ার ২৭দিন পরও খোঁজ না পেয়ে তার মা আরজুমা বেগম দিশেহারা হয়ে পাগলের মতো ছেলের খোঁজে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET