
নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার সপ্তম শ্রেনীর ছাত্রী নাবিলা সুলতানা চৌধুরী (১২) ফেনী সরকারী গার্লস ক্যাডেট কলেজের জন্য চুডান্ত বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। গত দুই বছরেরও অধিক সময়ের পরিশ্রম তাকে এ সফলতা এনে দিয়েছে বলে জানিয়েছেন নাবিলার শিক্ষক মোঃ ফারুক। নাবিলা ছাগলনাইয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড মটুয়া গ্রামের চৌধুরী বাড়ীর মেয়ে। নাবিলার বাবা নিজাম উদ্দিন বাঁশপাড়া আইডিয়াল একাডেমী স্কুলের সহকারী শিক্ষক এবং মা ফৌজিয়া সুলতানা চৌধুরী মির্জার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সে ছাগলনাইয়া একাডেমী স্কুলের ছাত্রী।