
ছাগলনাইয়ার সাংবাদিক আকবর হোসেন মুন্সি (৪৮) মঙ্গলবার (২ মার্চ) সকাল ৭ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বিকেল সোয়া ৫ টার সময় নিজ বাড়ীর দরজায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় স্মৃতিচারণ করেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা ও সাবেক মেয়র আলমগীর বিএ। এসময় হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন। তিনি ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া অলি মিয়া মুন্সিবাড়ীর মৃত আবদুল কুদ্দুছ মুন্সি প্রকাশ ঠান্ডু মিয়ার কনিষ্ঠ পুত্র। আকবর মুন্সি ছাগলনাইয়ায় ১৯৯৫ সাল থেকে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। তিনি সর্বশেষ ২০০৩ সাল পর্যন্ত মাসিক সাগরনাইয়া ও মাসিক মাতামুহুরী পত্রিকায় কাজ করেছেন। পরে তিনি রাজধানী ঢাকায় আকবর পেপার হাউজ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। সাংবাদিক আকবর মুন্সি মৃত্যকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখেযান।