নজরুল ইসলাম চৌধুরীঃ
শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২ টার পর ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের ১ নং ওয়ার্ড সিংহনগর মুহুরী বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি বসতঘর পুড়ে ছাই হয়েযায়। এতে নগত টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র সহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ। এ ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য শিরীন আখতার এমপি তার প্রতিনিধি ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারীকে ঘটনাস্থলে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী নিয়ে পাঠান। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইয়া, উপজেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, শুভপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক নিজাম মেম্বার, রাধানগর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
Please follow and like us: