
ছাগলনাইয়া উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাঝে ৩ দিনব্যাপী অনলাইন পদ্ধতিতে ক্লাস ও মাল্টিমিডিয়া ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা কামাল। আইসিটি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম চৌধুরী ও সহকারী শিক্ষক ইকবাল হোসেন। করোনাভাইরাস পরিস্থিতিতে শ্রেনী কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষকদের অনলাইন পদ্ধতিতে ক্লাস পরিচালনা ও মাল্টিমিডিয়া ব্যবহার নিশ্চিত করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান শিক্ষা অফিসার মহিউদ্দিন।