নজরুল ইসলাম চৌধুরীঃ
আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ছাগলনাইয়া জামিয়া ইসলামিয়া আজিজিয়া কাসিমুল উলূম মাদ্রাসা ময়দানে দুইদিনব্যাপী ৬০তম বার্ষিক মাহফিল ও সালা দস্তারবন্দী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম মুফতি আল্লামা আবুল কাসেম নোমানী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস ও মুঈনে মুহতাতিম আল্লামা জুনাইদ বাবু নগরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী এ মাহফিল ও সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের প্রখ্যাত আলেমবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ছাগলনাইয়া ইসলামিয়া আজিজিয়া কাসিমুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওঃ রুহুল আমিন।