নজরুল ইসলাম চৌধুরীঃ ছাগলনাইয়ায় ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানার এসআই মাহবুব আলম সরকার ও এসআই মোঃ নাঈম উদ্দিন। মঙ্গলবার (৮ মে) তার সোয়া ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া পৌর এলাকার পশ্চিম ছাগলনাইয়া এলাকা হতে মোঃ আরিফ হোসেন (২২) ও মোঃ রেজাউল করিমকে (৩০) ২৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। গ্রেফতার হওয়া আরিফ পুর্ব ছাগলনাইয়া গ্রামের মোঃ নুরুল আফসারের ছেলে এবং রেজাউল করিম কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কামাল খামার সরকার পাড়ার মোঃ সামছুল হকের ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম।