
নজরুল ইসলাম চৌধুরীঃ ৩২ পিস ইয়াবাসহ আবদুর রহমান (৩২) নামক এক যুবককে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানার পুলিশ। থানা সুত্রে জানাগেছে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার মটুয়া রাস্তার মাথা হতে আবদুর রহমানকে আটক করা হয়। আবদুর রহমান গাইবান্ধা জেলার দক্ষিণ গিদারী এলাকার মজিবর মেম্বার বাড়ীর মোঃ শমসের আলীর ছেলে। বর্তমানে ছাগলনাইয়া পৌর এলাকার দক্ষিন মটুয়া মিরু কাজীর বাড়ীতে আবদুর রহমান বসবাস করে। মাদক আইনে ছাগলনাইয়া থানায় আবদুর রহমানের বুরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানান, থানা কর্তৃপক্ষ।
Please follow and like us: