নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়ায় ইয়াবাসহ নাছির উদ্দিন (২৬) নামক এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানার এসআই আবুল কালাম, এএসআই মোঃ আবদুল হালিম, এএসআই মোঃ আমজাদ হোসেন ও মজিবুর রহমান । নাছির উপজেলার শুভপুর ইউপিস্থ জয়চাঁদপুর গ্রামের আবু তাহের মিয়ার ছেলে। শনিবার রাত সাড়ে ১০ টার সময় শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার আনোয়ারের পোল্ট্রি ফার্মের নিকট থেকে পুলিশ ৫১ টি ইয়াবা ট্যাবলেটসহ নাছিরকে গ্রেফতার করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাছিরের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ পিপিএম।