নজরুল ইসলাম চৌধুরীঃ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ছাগলনাইয়া থানার এসআই আশিষ কুমার উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর আয়েশা কমিউনিটি সেন্টারের মূল ফটকের নিকট থেকে ইয়াবাসহ মোঃ আরিফ উদ্দিন রিপনকে (৩০) গ্রেফতার করে।
রিপন উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাদ্দাম আলী বলি বাড়ীর মোঃ কামাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারের সময় রিপনের নিকট ১২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়াগেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মোর্শেদ পিপিএম বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
Please follow and like us: