নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের অসহযোগিতায় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৮-এর উদ্বোধন করা হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে উন্নয়ন মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ’র উপস্থাপনায় এতে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মোর্শেদ পিপিএম, ফেলী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী প্রমুখ। মেলায় সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৪০টি স্টল বসে। আগামী ১৩ জানুয়ারি এ উন্নয়ন মেলার সমাপ্তি হবে।