৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ১২ ২০২১, ১২:২৩ | 990 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সম্প্রতি করোনা সংক্রমনে ফেনীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ছাগলনাইয়া উপজেলা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রেন্তের হার। রাস্তাঘাট হাট বাজারে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে জনসমাগম অনেক নিয়ন্ত্রণে থাকলেও ব্যাংক গুলোতে উপচে পড়া ভীড় রয়েছে। কঠোর লকডাউনের ১২ তম দিন আজ সোমবার (১২ জুলাই) ছাগলনাইয়ার সকল সরকারি-বেসরকারি ব্যাংকে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার চিত্র দেখা গিয়েছে। অতিরিক্ত গ্রাহকের ভীড়ে ব্যাংক কর্মকর্তারা সেবা প্রদানে চরম হিমশিম খাওয়ার দৃশ্য দেখাগেছে। সকল ব্যাংকেই গ্রাহকদের উপচে পড়া ভীড় রয়েছে। সরেজমিন পরিদর্শনে দেখাগেছে, বেসরকারি ব্যাংক ছাগলনাইয়া ইসলামি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের ভিতরে ও বাহিরে গ্রাহকদের দীর্ঘ লাইন রয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা গ্রহকরা একে অপরের শরীরে সাথে ঘেষা অবস্থায় দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখাগেছে। এতে চরমভাবে উপেক্ষিত হচ্ছে সরকারি ঘোষিত স্বাস্থ্যবিধি। তবে, ব্যাংক কর্তৃপক্ষের দাবি, গত তিনদিন টানা ব্যাংক লেনদেন বন্ধ থাকায় আজ ভীড় বেড়েছে । অন্যদিকে আজ অতিরিক্ত গ্রাহক ব্যাংক লেনদেন করতে আসায় সকালে থেকে অপেক্ষা করার পরও ব্যাংকের ভিতরে প্রবেশ করতে পারেননি বলে জানান কিছু গ্রাহক। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET