
ছাগলনাইয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মনিরুল ইসলাম, মহাময়, ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছাইদুল হক সহ শিক্ষক প্রতিনিধি,বিভিন্ন ইউপির সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: