২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় কৃষক কৃষাণীদের মাঝে তিন দিনব্যাপী প্রশিক্ষণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ০৯ ২০২১, ০০:৫০ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮ জুন) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহন করে বসে থাকলে চলবেনা। প্রশিক্ষণকে সঠিক কাজে লাগিয়ে নিজের ভাগ্য উন্নয়ন করতে হবে এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক গতিশীলতা আনতে হবে। তিনি বলেন, প্রতিটি মানুষকে সফল হতে হলে সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রমি হতে হবে। এর মাধ্যে আপনি পরিবর্তন হবেন এবং দেশ পরিবর্তন হবে। দেশের সকল অনাবাদি জমিকে কৃষি আবাদি জমিতে রুপান্তরিত করার বিষয়ে তিনি বলেন, শুধু এক ফসলি আবাদ করলে হবেনা বরং সকল জমিকে একাধিক ফসলি জমিতে রুপান্তরিত করতে হবে। কৃষি জমির টপ সয়েল কাটার ক্ষতিকর দিক তুলেধরে তিনি বলেন, একটি জমির মূল উপাদান গুলো টপ সয়েলের মধ্যে থাকে। যে জমির টপ সয়েল একবার কাটা হয় সে জমি পর্বের রুপে ফিরে আসতে অন্তত পঞ্চাশ বছর সময় লাগে। তাই টপ সয়েল না কাটতে তিনি সকলকে বিশেষ অনুরোধ করেন। কৃষি জমি সুরক্ষা করতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশ চরম ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ ফাহিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী ও সাংবাদিক কাজী নুরুল আলম নিলু। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণটি কৃষক প্রশিক্ষণ হল রুমে সম্পন্ন হয়। এতে উপজেলার মোট ৬০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET